মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় আমার দেশকে এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। সে সঙ্গে তিনি সবাইকে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ করেছেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুকে আইডি থেকে জানানো হয় আমার ফেসবুক আইডি হ্যাকড।
এর কিছু্ক্ষণ আগে ওই আইডি থেকে '#Resignation' লিখে পোস্ট দেয়া হয়। তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড থাকায় শুধু ফ্রেন্ডরাই বিষয়টি দেখেছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































