ছবি : আপন দেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ সারাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ এ ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ ও ভারতের কয়েকটি অঞ্চল। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল আনুমানিক ৫.২।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের ঘোড়াশাল থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। এর ফলে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী ও সংলগ্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে।
এ ভূমিকম্পের কম্পন বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট খবর না পাওয়া গেলেও, অনেক জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।
ভূমিকম্পের ফলে সৃষ্ট কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































