Apan Desh | আপন দেশ

ফের বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে এক দল তরুণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭, ১৭ নভেম্বর ২০২৫

ফের বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে এক দল তরুণ

ছবি : আপন দেশ

গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যূত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্রজনতা। পরে বুলডোজার ভেঙে ফেলা হয় বেশিরভাগ স্থাপনা। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার দিন ফের ধানমন্ডি ৩২ নম্বরে নেয়া হয়েছে দুটি বুলডোজার। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি নেয়া হয়। এ সময় বুলডোজারের ওপর কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়। ঘটনাস্থলে থাকা মানুষজন জানিয়েছেন, সেখানে উপস্থিত কিছু তরুণ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের রাস্তায় সাঁজোয়া যান রাখা রয়েছে। এছাড়া সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে।

আরও পড়ুন<<>>হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও কম হবে: স্নিগ্ধ

এ বিষয়ে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সিজানুল হক সাংবাদিকদের বলেন, ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার যাচ্ছে শুনতে পেয়েছি। আমরা কোনোমতে কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে সোমবার। রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ রাখা হয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়