Apan Desh | আপন দেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক প্রেস সচিবের ছোট ভাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০০, ২৬ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক প্রেস সচিবের ছোট ভাই

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ। চলতি সেপ্টেম্বরে প্রজ্ঞাপন জারির পরই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

জানা গেছে আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা উইং-১ এর যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নাসিক প্রশাসক হিসেবে নতুন পদটি তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে যুক্ত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আবদুল্লাহ এএইচএম কামরুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন। কামরুজ্জামান সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

এদিকে আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তাই বিষয়টি খোলাসা করেছেন প্রেস সিচব শফিকুল আলম। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দেয়ার ক্ষেত্রে আমি সরকারের ওপর কোনো ধরনের প্রভাব খাটাইনি। এ পদে নিয়োগের বিষয়ে আমি এলজিআরডি উপদেষ্টা, নিয়োগকারী কর্তৃপক্ষ, এলজিআরডি সচিব বা সরকারের অন্য কোনো উপদেষ্টা কিংবা সচিবকে একটি ফোনও করিনি।

আরও পড়ুন<<>>বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম

তিনি আরও বলেন, আমার ভাই সরকারের একজন যুগ্মসচিব এবং তিনি এলজিআরডি মন্ত্রণালয়েই কর্মরত। পূর্ণাঙ্গ দায়িত্বের পাশাপাশি তাকে এনসিসির অস্থায়ী প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে। এখানে আমার প্রভাব খাটানোর প্রশ্নই আসে না।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমার ভাই জার্মানি থেকে এমএস, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন। তিনি যোগ্য কর্মকর্তা। তার জন্য আমাকে লবিং করতে হয়নি। আমি স্বজনপ্রীতিতে বিশ্বাস করি না। গত ১৫ মাসে সরকারি চাকরিতে কারও নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করিনি।

এর আগে, গত ৩১ আগস্ট এনসিসির প্রশাসক হিসেবে নছর মোহাম্মদ আব্দুল্লাহ অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিয়োগের আদেশ পান। নিয়োগ আদেশের একদিন পর তিনি ০১ সেপ্টেবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যোগ দেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়