
ছবি: আপন দেশ
আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এ বছর মোট ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হবে।
সোমবার (০৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমোদন দেয়। উপসচিব এস.এইচ.এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।
আরও পড়ুন>>>‘পূজায় মদ-গাঁজার আসর বসানো যাবে না’
যেসব বাংলাদেশি প্রতিষ্ঠান ইলিশ রফতানি করতে আগ্রহী, তাদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জমা দিতে হবে।
রফতানি করা প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে ১২.৫ ডলার। এ মূল্য রফতানিকারকদের জন্য বাধ্যতামূলক।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।