Apan Desh | আপন দেশ

লিবিয়া থেকে ফিরলেন আরও ১২৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৬, ১৯ জুন ২০২৫

আপডেট: ১০:৪৪, ১৯ জুন ২০২৫

লিবিয়া থেকে ফিরলেন আরও ১২৩ বাংলাদেশি

ছবি : আপন দেশ

লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন আরও ১২৩ জন বাংলাদেশি।  বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী ফ্লাইটটি। এর আগে বুধবার (১৮ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তারা ত্রিপলীর মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় এ বাংলাদেশিদের ফেরত আনা সম্ভব হয়েছে। ফেরত আনার জন্য ব্যবহৃত বিশেষ ফ্লাইটটি পরিচালনা করছে বুরাক এয়ার।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই ত্রিপলী ও আশপাশের এলাকায় অনিয়মিতভাবে বসবাস করছিলেন। তাদের মধ্যে ২৩ জনের শারীরিক অবস্থা ভালো নয় বলেও জানা গেছে।

দূতাবাস জানায়, এসব অভিবাসীর অনেকে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কিংবা বৈধ কাগজপত্র না থাকায় তাদের দেশে ফেরত পাঠানো কঠিন ছিল। এজন্য তাদের নতুন পাসপোর্ট বা আউটপাস ইস্যু করে লিবিয়া সরকারের কাছ থেকে বহির্গমন ভিসা (খুরুজ) সংগ্রহ করা হয়।

এ প্রক্রিয়ায় দূতাবাস ও আইওএম একযোগে কাজ করেছে। বাংলাদেশে ফেরার পর তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়