Apan Desh | আপন দেশ

বিএসএফের অমানবিকতা...

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৮, ২২ মে ২০২৫

আপডেট: ২২:০৫, ২২ মে ২০২৫

বিএসএফের অমানবিকতা...

ছবি সংগৃহীত

ভারতের ৮১ জনকে বাংলাদেশে পুশইন করছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনার  ১৬ দিন পর অভিযোগ পাওয়া গেছে, হাত-পা ও বোতল বেঁধে নারী-শিশুসহ পাঁচজনকে ত্রিপুরা সীমান্তের ফেনী নদীতে ফেলে দিয়েছিল।

বৃহস্পতিবার (২২ মে) সকালে রামগড়ের সীমান্তবর্তী ফেনীর সোনাইপুল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রশাসনের হেফাজতে নেয়া হয়েছে।

তাদের নাম- উমেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫), তিন কন্যাসন্তান সুমাইয়া (৮), রুম্পা (১২) ও রুমি (১৫)।

ভারতের হরিয়ানা থেকে ধরে এনে নদীতে ফেলে দেয় বলে জানান তারা। রাতভর নদীর পানিতে ভেসে ভোরে ফেনী নদীসংলগ্ন বাংলাদেশ সীমান্তের ফেনীরকুল এলাকায় পৌঁছান বলে ভাষ্য ভুক্তভোগীদের।

আরও পড়ুন<<>> বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফেনীর কূল গ্রামের বাসিন্দা মাসুদ রানা বলেন, সকাল ৬টার দিকে ভেজা কাপড়ে নারী ও শিশুসহ ওই পাঁচজনকে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়া হয়। পরে মহামুনি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এসে তাদের আটক করে।

ভুক্তভোগী উমেদ আলী বলেন, আমরা হরিয়ানায় শ্রমিকের কাজ করতাম। রাতে ভারতীয় সিআইডির লোকজন গিয়ে বাড়ি থেকে আমাদের ধরে এনে বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফ আমাদের হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়। বাংলাদেশের তীরে পৌঁছার পর গ্রামবাসী আমাদের উদ্ধার করে। এ সময় সঙ্গে থাকা মোবাইল, টাকা-পয়সা, কাগজপত্র  সবকিছুই কেড়ে নিয়েছে বিএসএফ।

রামগড় উপজেলার ইউএনও ইসমত জাহান তুহিন বলেন, মানবিক কারণে তাদের পাঁচজনকে রামগড় হাই স্কুলে বিজিবি ও পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তারা বাংলাদেশি বলে দাবি করছে। বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত ৬ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৮১ জনকে বাংলাদেশে পুশইন করে ভারতীয় বিএসএফ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়