Apan Desh | আপন দেশ

‘আন্দোলনে দুরভিসন্ধি আছে কি না সেটাই প্রশ্ন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২০, ১৩ জুলাই ২০২৪

আপডেট: ১৮:২৮, ১৩ জুলাই ২০২৪

‘আন্দোলনে দুরভিসন্ধি আছে কি না সেটাই প্রশ্ন’

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত

আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে সরকারের কমিশন গঠনের কোনো সুযোগ নেই। জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শনিবার (১৩ জুলাই) ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কোটার বিষয়ে সরকার ইতিবাচক ভাবছেন। কিন্তু কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বারবার তাদের দাবি পরিবর্তন করে জনগণকে বিভ্রান্ত করছে। কোটা নিয়ে আদালতের প্রক্রিয়া শেষে, সরকার কী করে; সে জন্য তাদের অপেক্ষা করা উচিত।

আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে সরকারের কমিশন গঠনের কোনো সুযোগ নেই জানিয়ে মোহাম্মদ আরাফাত। 

আন্দোলনকারীদের সমালোচলনা তিনি বলেন, তারা জাতীয় সংসদে কোটা সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। আদালতের বিষয় নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। কোটা সম্পর্কে অজ্ঞতার কারণেই একেক সময় একেক দাবি করছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন<<>> কোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে: ডিবি প্রধান

প্রতিমন্ত্রী বলেন, কোটা পরিবর্তনের আন্দোলন নয়, তাদের অন্য কোনো দুরভিসন্ধি রয়েছে কি না সেটাই এখন প্রশ্ন। আন্দোলনকারীদের দাবির সঙ্গে সরকারের ইচ্ছে সংগতিপূর্ণ। কিন্তু কিছু মানুষ এটিকে ভিন্ন পথে নিচ্ছে।

আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যে কোনো আন্দোলনে দেশবিরোধী একটি অপশক্তি প্রবেশ করে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করে, এটি উদ্বেগের।

সরকারি চাকরিতে কোটা কখনও বৈষম্য সৃষ্টি করে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোটার মাধ্যমে মেধার অবমূল্যায়ন হচ্ছে, এটি ঠিক নয়। মেধার মূল্যায়ন করতে হবে, এ দাবি সঠিক। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও অবমূল্যায়ন করা যাবে না।  মুক্তিযোদ্ধাদের বিষয়েও তাচ্ছিল্যের সঙ্গে কথা বলা উচিত নয়।

আপন দেশ/এমবি/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়