ছবি: সংগৃহীত
শুক্রবার রাজধানী ঢাকায় তিন ঘণ্টা প্রবল বৃষ্টিতে ডুবে যায় অধিকাংশ সড়ক। ২৪ ঘণ্টা পার হলেও ঢাকার অনেক এলাকা এখনো পানিতে ডুবে আছে। শনিবার (১৩ জুলাই) সকালে দেখা গেছে সে চিত্র।
পুরান ঢাকার বকশিবাজারে গোড়ালি সমান পানি পার হয়েই কাজে বেরিয়েছেন বাসিন্দারা। পানিতে ডুবে থাকা সড়কের ওপরেই দোকানপাট খুলে ক্রেতার জন্য অপেক্ষা করছেন ব্যবসায়ীরা।
এদিকে সকালে ভেজা কাপড়, ম্যাট্রেস, পর্দাসহ অন্যান্য সামগ্রী রোদে শুকাতে দিয়েছেন নিউ মার্কেটের অধিকাংশ ব্যবসায়ী। গতকাল প্রবল বৃষ্টিতে তাদের দোকানের সামগ্রী ভিজে গেছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার। এরপরও হালকা বৃষ্টি হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































