Apan Desh | আপন দেশ

সাংবাদিক সোহেল মঞ্জুর মারা গেছেন, এডাস্টের শোক

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৪৭, ২১ জুলাই ২০২৫

আপডেট: ১৯:১৩, ২১ জুলাই ২০২৫

সাংবাদিক সোহেল মঞ্জুর মারা গেছেন, এডাস্টের শোক

সোহেল মঞ্জুর

দি নিউজ টাইমস পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল মঞ্জুর ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২১ জুলাই) ভোর ৪টায় রাজধানী ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা ছিলেন।

সাংবাদিক সোহেল মঞ্জুর স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকালে মোহাম্মদপুরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে রংপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

তিনি অর্থনীতিবিষয়ক সাংবাদিকতা করেছেন। তিনি দ্য ডেইলি স্টার, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বিডিনিউজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

তার মৃত্যুতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান জনাব শামসুল আলম লিটন, সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু ও  উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এক যৌথ বিবৃতিতে মরহুমের অবদানের কথা স্মরণ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

সোহেল মঞ্জুরের মৃত্যুতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) পক্ষ থেকে সংগঠনের সভাপতি দৌলত আকতার ও সাধারণ সম্পাদক আবুল কাশেম গভীর শোক প্রকাশ করেছেন। ইআরএফের নেতারা এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা জানান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়