Apan Desh | আপন দেশ

এলেঙ্গায় রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের ১১ প্রতিমা ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ৮ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:৩৬, ৮ নভেম্বর ২০২৫

এলেঙ্গায় রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের ১১ প্রতিমা ভাঙচুর

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে সার্বজনীন রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের ১১ টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। তবে কারা প্রতিমাগুলো ভাঙচুর করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শনিবার (০৮ নভেম্বর) বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

জানা যায়, এলেঙ্গাতে রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরে প্রতিবছরের মতো এবারও মঙ্গলবার (০৪ নভেম্বর) বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ নভেম্বর) প্রতিদিনের ন্যয় স্থানীয়রা মন্দিরের ফুল গাছ থেকে ফুল সংগ্রহ করেন। অনেকই মন্দিরে পূজা দেন। সকাল সাড়ে ১০টার দিকে স্বর্গীয় খুশী মোহন দাশের স্ত্রী দুলালী রাণী মন্দিরে পূজা দিতে গিয়ে দেখতে পান মন্দিরের ১১ টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিটি প্রতিমার ঘাড় ভেঙে ফেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, আজ সকালে কে বা কাহারা এ প্রতিমাগুলো ভেঙেছে তা কেউ দেখতে পাননি। মন্দিরের আশপাশে সিসিটিভি ক্যামেরাও নেই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা আরও জানান, ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

আরও পড়ুন<<>>সাতক্ষীরায় দলীয় মনোনয়ন নিয়ে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

দুলালী রাণী জানান, সকালে অনেকই মন্দিরে ফুলজল দিয়ে প্রণাম করে গেছেন। তখনও সব ঠিকঠাক ছিল। সকাল সাড়ে ১০টার দিকে এসে মন্দিরের ১১টি প্রতিমা ভাঙা দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে পুলিশ প্রশাসন ঘটনস্থল পরিদর্শন করেছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

মন্দিরের সদস্য এলেঙ্গা জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র দাশ বলেন, দু’শ বছরের পুরোনো এ মন্দিরে গ্রামবাসীরা মিলে পূজা করে আসছি। প্রতি বছরের ন্যয় এবারও মঙ্গলবার (০৪ নভেম্বর) বাৎসরিক পূজা সম্পন্ন হয়েছে। সকালে স্কুলে যাওয়ার পর খবর পাই কে বা কাহারা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবাল কমল ভট্টচার্য বলেন, সকালে দুষ্কৃতিকারীরা এলেঙ্গার রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের বেশ কিছু প্রতিমা ভেঙে রেখে গেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে দীর্ঘসময় কথা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় শাস্তি দাবী জানিয়েছি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বিষয়টি তিনি জেনেছেন। সার্কেল এসপি ও থানার ওসি সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়