Apan Desh | আপন দেশ

বিয়ের পরেও প্রাক্তনকে মনে পড়ে? ভুলবেন যেভাবে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯, ১৯ জুলাই ২০২৫

আপডেট: ২০:৩৯, ১৯ জুলাই ২০২৫

বিয়ের পরেও প্রাক্তনকে মনে পড়ে? ভুলবেন যেভাবে

প্রতীকী ছবি

প্রাক্তনের স্মৃতি মনে আসা একটি সাধারণ ব্যাপার। এর পেছনে রয়েছে মনস্তাত্ত্বিক এবং আবেগিক কিছু কারণ। বেশিরভাগ সময় আমাদের মনই আমাদের নিয়ন্ত্রণ করে। তাই চাইলেও আমরা অনেক স্মৃতি ভুলতে পারি না। পুরোনো অভ্যাস, নস্টালজিয়া, অসম্পূর্ণতাবোধ বা বর্তমানের কোনো শূন্যতা প্রাক্তনের স্মৃতিকে বারবার জাগিয়ে তোলে। তাই ছেড়ে যাওয়া মানুষের জন্যও আমাদের মন কেঁদে চলে।

জীবনে সব সম্পর্ক পূর্ণতা পায় না। তাইতো এক সময়ের ভালোবাসার মানুষটির সঙ্গে পথচলা থেমে যায় মাঝ পথেই। জীবন থেমে থাকে না। জীবনের নিয়মে আবার সবকিছু গুছিয়ে উঠতে চায় মানুষ। হয়তো সব ঠিক হয় না, তবু ভালো থাকার প্রচেষ্টা তো থাকে।

ভালো থাকার আশায় নতুন করে জীবন শুরু করেও রেহাই মেলে না অনেক সময়। যখন সঙ্গীকে নিয়ে সুখে জীবন কাটানোর কথা, তখনই মনের কোনে খচখচ করতে থাকে প্রাক্তনের নাম। বিভিন্ন না পাওয়া আর আফসোস এসেও ভিড় করতে পারে আপনার সুখের রাজ্যে। এটুকু আপনার ভালো করেই বোঝার কথা যে, এ অনুভূতি কখনো ইতিবাচক ফল নিয়ে আসে না। তাই বিয়ের পরেও যদি প্রাক্তনকে মনে পড়ে, তাহলে তাকে ভুলতে এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে এ কাজগুলো করুন-

ভুলতে চেষ্টা করবেন না: কোনো জিনিস জোর করে ভুলতে চেষ্টা করলে, সে জিনিস আরও বেশি মনে পড়তে থাকে। তাই তাকে আলাদা করে ভোলার চেষ্টা করতে যাবেন না। যদি এ চেষ্টা করেন, তবে আরও বেশি মনে পড়বে। এর বদলে নিজের মতো করে থাকার চেষ্টা করুন। তাকে ভুলে যাওয়ার বিষয়টি সময়ের ওপরেই ছেড়ে দিন। সঙ্গীর সঙ্গে হাসি-আনন্দে সময় কাটান। এভাবে ধীরে ধীরে সে আপনার মন থেকে মুছে যাবে। একটা সময় তাকে আর আলাদা করে মনেও পড়বে না।

আরওপড়ুন<<>>অল্প বয়সীরা যে কারণে বেশি বয়সী নারীর প্রেমে পড়ে

স্মৃতি আঁকড়ে থাকবেন না: প্রাক্তনের দেয়া নানা স্মৃতি থাকতে পারে আপনার কাছে। সেসব একেবারে বাদ দিয়ে দিন জীবন থেকে। কারণ সেগুলো চোখের সামনে থাকলেই তাকে মনে পড়বে। এতে তাকে ভুলে থাকা কঠিন হবে। এর বদলে তার সব স্মৃতি জীবন থেকে পুরোপুরি মুছে ফেলুন। তাতে সুখে থাকা সহজ হবে।

সঙ্গীর কথা ভাবুন: একটি বিষয় মনে রাখবেন, আপনি এখন আর একা নন, নন অন্য কারও। আপনার জীবনে আপনার সঙ্গী রয়েছে। তাই পূর্বে যতই ভালোবাসার সম্পর্ক থাকুক, তার অস্তিত্ব আপনার জীবনে আর রাখবেন না। এর বদলে আপনার জীবন-বাস্তবতা সবকিছু সঙ্গীকে কেন্দ্র করে গড়ে তুলুন। তাকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করুন। কারণ বাকি জীবনের জন্য সুখে-দুখে সে আপনার সঙ্গী। সঙ্গীকে ভালোবাসুন, বাকি সব তখন তুচ্ছ মনে হবে।

ঘুরে দাঁড়ান: আপনি ঘুরে দাঁড়ানোর পথে অনেকটাই এগিয়ে এসেছেন। এমনকী জীবনসঙ্গীও খুঁজে বের করেছেন। তবে কেন আর পেছনে তাকানো? যে গিয়েছে, তাকে সবটুকু স্মৃতিসহই বিদায় করে দিন। যে দূরত্ব তৈরি হয়েছে, তা আর কোনোদিন ঘুঁচবে না। তাই তার কথা ভাবা বন্ধ করুন। বাস্তবতা মেনে জীবনে সুখী হওয়ার চেষ্টা করুন। সংসার সুখের হলে পৃথিবীও সুখের হবে।

কাজে ডুবে থাকুন: মস্তিষ্ক অলস থাকলে নানাকিছু ভাবতে থাকে। তাই কাজের মাঝে ডুবে থাকুন। কোনো না কোনো কাজ করতে থাকুন। এতে সব ধরনের অপ্রয়োজনীয় ভাবনা ভুলে থাকা সহজ হবে। কাজের বাইরে যতটুকু অবসর পাবেন ততটুকু সময় সঙ্গীর সঙ্গে কাটান। এতে দুজনের সম্পর্ক মধুর হবে এবং সহজ হবে প্রাক্তনকে ভুলে যাওয়া।

আপন দেশ/এমএইচ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়