Apan Desh | আপন দেশ

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

সারাদেশে গ্রেফতার ৬৬৩

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:২৪, ২৩ ডিসেম্বর ২০২৫

সারাদেশে গ্রেফতার ৬৬৩

ফাইল ছবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২,  এর অভিযানে ৬৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। 
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেফতা করা হয়েছে ৬৬৩ জনকে। এ সময় ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২৬ হাজার ৮৮১টি মোটরসাইকেল ও ২৬ হাজার ৫৭৩টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৩৪২টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়। 

আরও পড়ুন<<>>ফের রিমান্ডে ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালক

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর গত ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় এ বিশেষ অভিযান শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া অস্ত্র ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নেয় কোর কমিটি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়