ছবি: আপন দেশ
কোনও চাপের কাছে নতিস্বীকার না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যার শিকার দীপু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, নির্বাচন বানচাল করতে একটি মহল সহিংসতা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে।
আরও পড়ুন<<>>সৎ প্রার্থী বেছে চিন্তা-ভাবনা করে ভোট দিন: প্রধান উপদেষ্টা
নিহত দীপু চন্দ্র দাসের স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































