Apan Desh | আপন দেশ

মায়ের সম্পত্তি মামারা না দিলে যা করণীয়

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৫১, ১৪ মে ২০২৫

মায়ের সম্পত্তি মামারা না দিলে যা করণীয়

ফাইল ছবি

মায়ের নামে থাকা সম্পত্তি যদি মামারা ভোগদখল করে রাখেন, তাহলে কি সন্তান সে সম্পত্তির অধিকার হারান?—প্রশ্নটি অনেকের মনে আসতে পারে। তবে এ বিষয়ে স্পষ্ট আইনি ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান।

তিনি বলেন, আপনার নানা বা নানির নামে থাকা সম্পত্তির উত্তরাধিকারভুক্ত মালিক হয়েছেন আপনার মামা, খালা ও আপনার মা। কিন্তু হয়তো আপনার মা জীবদ্দশায় মামাদের কাছ থেকে তার অংশ বুঝে নেননি। এখন আপনার মা মারা যাওয়ার পর, তার অংশের বৈধ উত্তরাধিকারী হিসেবে আপনি সম্পূর্ণ অধিকার রাখেন সে সম্পত্তিতে।

তবে সমস্যা তখনই দেখা দেয়, যখন সে সম্পত্তি মামাদের নামে নামজারি বা রেকর্ড হয়ে যায়। এমন পরিস্থিতিতে সরাসরি দখলে যাওয়া সম্ভব না হলেও সন্তানের কাছে আইনি পথ পুরোপুরি খোলা রয়েছে।

রোকনুজ্জামান জানান, যে জেলায় সম্পত্তিটি অবস্থিত, সে জেলার দেওয়ানি আদালতে আপনাকে বাটোয়ারার মামলা করতে হবে। এ মামলার মাধ্যমে আপনি আপনার উত্তরাধিকার অংশ ফেরত চাইতে পারবেন।

তিনি আরও বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি আইনগতভাবে পুনরুদ্ধার করা একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। মামলা করে যথাযথ প্রক্রিয়ায় গেলে সম্পত্তি পুনরায় পাওয়া সম্ভব।

অর্থাৎ, মায়ের অংশের সম্পত্তি মামারা ভোগদখল করে রাখলেও সন্তানের সে সম্পত্তি ফেরত পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। তবে সে অধিকার প্রয়োগে প্রয়োজন হতে পারে আইনি পদক্ষেপের।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়