Apan Desh | আপন দেশ

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইডেন নেত্রীর ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১০, ২৭ জুন ২০২৪

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইডেন নেত্রীর ধর্ষণ মামলা

ফাইল ছবি

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ফুয়াদ হোসেন শাহদাতের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক এক নেত্রী। কক্সবাজার বেড়াতে গিয়ে এ নেত্রী ছাত্রলীগের এ নেতা কর্তৃক ধর্ষিত হওয়ার অভিযোগ করেন।

বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এ বাদী হয়ে মামলার আবেদন করেন তিনি।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মাহিন এলাহী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম ২০১৩-১৪ সেশনে ইডেন মহিলা কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং সেকশনে ভর্তি হন। ২০১৪ সালে বান্ধবীদের নিয়ে টিএসসিতে আড্ডা দিতে যান। সেখানে গিয়ে ফুয়াদ হোসেনের সঙ্গে পরিচয় হয়। তারা পরস্পরের ফোন নম্বর বিনিময় করেন। তাদের ফোনে কথাবার্তা হয়।  

এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘোরাফেরা করেন। ২০১৬ সালের ২১ আগস্ট তারা কক্সবাজার ঘুরতে যান। সেখানে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি ফুয়াদ ভিকটিমকে ধর্ষণ করেন।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়