ছবি : আপন দেশ
ফিলিপাইনের দাভাও অক্সিডেন্টালের উপকূলে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দক্ষিণ ফিলিপাইনের একাধিক প্রদেশে এই কম্পন অনুভূত হয়েছে।
দেশটির ভূকম্পনবিদদের তথ্যমতে, স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) রাত ১০টা ৫৮ মিনিটে এই ভূমিকম্পন অনুভূত হয়।
রোববার (১১ জানুয়ারি) ফিলিপাইনের ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিবোলক্স) এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, এর কেন্দ্রস্থল ছিল সারাঙ্গানির বালুট দ্বীপ থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। তবে এই ভূমিকম্পের প্রভাবে কোনো সুনামির আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন : বিক্ষোভ দমনে কঠোর ইরান, ব্যাপক হতাহতের আশঙ্কা
কেন্দ্রস্থল মূল ভূখণ্ড থেকে দূরে হওয়ায় অবকাঠামোর ওপর প্রভাব কম পড়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































