ছবি: সংগৃহীত
সিরিয়ার সেনাবাহিনী এবং কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। জনসাধারণের নিরাপত্তায় দেশটির আলেপ্পো শহরের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে সরকার।
স্থানীয় সময় বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, আশরাফিহ, শেখ মাকসুদ, বানি জেইদ, আল-সিরিয়ান, আল-হুলোক এবং আল-মিদানের আশেপাশের এলাকায় ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত’ কারফিউ জারি থাকবে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এক বিবৃতিতে বলেছে, এ পদক্ষেপের লক্ষ্য বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শৃঙ্খলা বজায় রাখা। জীবন ও সম্পত্তির বিপন্ন হতে পারে এমন যেকোনো লঙ্ঘন প্রতিরোধ করার জন্যই কারফিউ দেয়া হয়েছে।
আরও বলেছে, এ কারফিউ বলবৎ থাকাকালীন সময়ে এলাকার আশেপাশের সমস্ত চলাচল কঠোরভাবে নিষিদ্ধ।
আরও পড়ুন<<>>ক্ষোভের আগুনে জ্বলছে ইরান, সোলাইমানির ভাস্কর্য ভাঙচুর
আলেপ্পোর মিডিয়া বিভাগের পরিচালক আল জাজিরাকে বলেন, এ সপ্তাহের শুরুতে সিরিয়ার সেনাবাহিনী এবং এসডিএফের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে আশরাফিহ এবং শেখ মাকসুদে ১,০০,০০০ এরও বেশি বেসামরিক লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার স্নাইপারদের গুলিতে আশরাফিহ এলাকা থেকে পালিয়ে আসা ৪৩ বছর বয়সী রানা ইসা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, অনেক মানুষ চলে যেতে চায় কিন্তু তারা গুলিবিদ্ধ হওয়ার ভয়ে ভীত। আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমার বাচ্চারাও আতঙ্কিত।
উল্লেখ, ২০২৫ সালের মার্চে সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বে বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণকারী এসডিএফ এর সঙ্গে দেশটির সরকারের একীভূতকরণ বিষয়ে একটি আলোচনা হয়েছিল। তবে সে চুক্তি ব্যর্থ হয়েছে। আলোচনা ব্যর্থ হওয়ার পর এ সংঘর্ষের জড়ালো এসডিএফ ও সেনাবাহিনী।
আপন দেশ/এসএস/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































