সংগৃহীত ছবি
তানজানিয়ার মাউন্ট কিলিমানজারোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদন মতে, কিলিমানজারো আঞ্চলিক পুলিশ কমান্ডার সাইমন মাইগওয়া জানিয়েছেন, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তিনি আরও জানান, পাহাড়ে আরোহণকারী কয়েকজন রোগীকে উদ্ধার করতে গিয়েছিল হেলিকপ্টারটি। পর্বতের ৪ হাজার ৬৭০ থেকে ৪ হাজার ৭০০ মিটারের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
মাইগওয়া বলেন, নিহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিক, একজন ট্যুর গাইড, পাইলট ও একজন ডাক্তার রয়েছেন।
একটি প্রধান পর্যটন কেন্দ্র মাউন্ট কিলিমানজারো। প্রতি বছর প্রায় ৫০ হাজার পর্যটক পর্বত আরোহণ করেন। আরোহণের সময় উচ্চতাজনিত অসুস্থতা বা আঘাতের শিকার পর্বতারোহীদের উদ্ধারের জন্য নিয়মিত হেলিকপ্টার স্থানান্তরের ওপর নির্ভর করে।
এ অঞ্চলটি দুর্বল বায়ু ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার জন্য পরিচিত যা প্রায়ই জরুরি উদ্ধার কার্যক্রমকে জটিল করে তোলে। হেলিকপ্টার দুর্ঘনার পর জরুরি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করা হয়েছে।
কিলিমানজারো পর্বতে বিমান দুর্ঘটনা বিরল। সবশেষ রেকর্ড করা ঘটনাটি ছিল ২০০৮ সালের নভেম্বরে। ওই দুর্ঘটনায় চারজন মারা যান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































