
ছবি: সংগৃহীত
তীব্র তাপদাহে পুড়ছে ইরান। কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। এর জেরে দেশটিতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এ অবস্থায় কর্তৃপক্ষ বাসিন্দাদের সীমিত পরিমাণ পানি ব্যবহারের আহবান জানিয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি বছরে উষ্ণতম সপ্তাহ পার করেছে দেশটি। কিছু এলাকার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট) ছাড়িয়ে গেছে।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানী রোববার (২০ জুলাই) এক্স পোস্টে বলেছেন, চলমান তাপপ্রবাহের কারণে তেহরানে বুধবার জাতীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। চলমান তাপপ্রবাহের কারণে পান ও বিদ্যুতের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে এ ছুটি ঘোষণা করা হয়।
দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, রোববার তেহরানে তাপমাত্র ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সোমবার (২১ জুলাই) তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাবে। ইরানে পানির সংকট একটি গুরুতর সমস্যা, বিশেষ করে দেশের দক্ষিণের শুষ্ক প্রদেশগুলোতে। এ সংকটের জন্য দায়ী করা হয়েছে অব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবকে।
আইএসএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহদি চামরান বাসিন্দাদের পানি সরবরাহে ঘাটতি এড়াতে পানি সাশ্রয় করার আহবান জানিয়েছেন। সম্প্রতি ইরানজুড়েই এ ধরনের আহবান জানানো হয়েছে। একাধিক প্রদেশের বাসিন্দাদের পানি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
রাজধানী তেহরানের পানি ব্যবস্থাপনা কোম্পানি বাসিন্দাদের অন্তত ২০ শতাংশ পানি ব্যবহার কমাতে আহবান জানিয়েছে। একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, কয়েক বছর ধরে টানা বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে তেহরানে পানি সরবরাহকারী বাঁধগুলোর জলাধার বর্তমানে গত একশ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।
শনিবার (১৯ জুলাই) রক্ষণশীল পত্রিকা জাভানের প্রতিবেদনে বলা হয়েছে, সংকট মোকাবিলায় কর্তৃপক্ষ রাজধানীর কিছু অংশে পানি সরবরাহ কমিয়ে দিয়েছে। যার ফলে কিছু এলাকায় ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পানি বন্ধ থাকছে।
পানি সরবরাহ কমিয়ে দেয়ার কারণে দেশটির জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে বলেন, যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।