
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট তৌকির নিহত হয়েছেন। দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী ও শিক্ষক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একে একে মরদেহ উদ্ধার করা হচ্ছে।
সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরা রার মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিধ্বস্তের পরপরই এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশের মানুষজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে।
দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী ও শিক্ষক আগুনে ঝলসে যান। আহতদের মধ্যে ১২ বছর বয়সী একটি শিশু রয়েছে। যাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ঢামেকের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ৪০ জন দগ্ধ ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে বহু মরদেহ দেখা গেছে। যেগুলো একটির পর একটি উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হচ্ছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।