Apan Desh | আপন দেশ

সন্তানের খোঁজে হাসপাতালে অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২১, ২১ জুলাই ২০২৫

সন্তানের খোঁজে হাসপাতালে অভিভাবকরা

ছবি: আপন দেশ

মাইলষ্টোন স্কুলে বিমান বিদ্ধস্তের ঘটনায় কান্নার আওয়াজে ভাবী হয়ে উঠেছে উত্তরার আকাশ। অভিভাবকরা তাদের নিজ নিজ সন্তানদের খোঁজে উত্তরা আধুনিক হাসপাতালে এসেছেন। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বার্ণ ইউনিটসহ আশপাশের হাসপাতালে অগ্নিদগ্ধ শিশুদের ভর্তি করা হয়েছে। সন্তানকে না পেয়ে অনেক বাবা-মা কান্নায় ভেঙে পড়েছেন। 

দুপুরে স্কুল চলাকালে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিদ্ধস্তের ঘটনা ঘটেছে। স্কুলের উপর বিমানটি বিদ্ধস্ত হওয়ার পরপর অগ্নিকান্ডেরূপ নেয়। এতে শিক্ষার্থীদের অনেকেই আহত হয়েছেন। হাসপাতালে আনার পর চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠিয়েছে। চিকিৎসকরা বলছেন, আগত শিশুদের প্রায় ৩৫ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়