Apan Desh | আপন দেশ

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ক্যালিফোর্নিয়া বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:২১, ১৫ জুলাই ২০২৫

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ক্যালিফোর্নিয়া বিএনপির বিক্ষোভ

ছবি: আপন দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য ও জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপি। স্থানীয় সময় সোমবার (১৪ জানুয়ারি) রাত ৯টায় সংগঠনের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। তারা উভয়ে ষড়যন্ত্রকারীদের তীব্র নিন্দা জানান ও বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সভাপতির বক্তব্যে বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কখনোই সফল হবে না। তিনি ষড়যন্ত্রকারীদের কটূক্তির তীব্র নিন্দা জানিয়ে বলেন, আজকে দেশবাসী যখন বিএনপির দিকে তাকিয়ে আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষার প্রহর গুনছে তখন একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কটূক্তি করছেন তাদেরকে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহবান জানান। একইসঙ্গে তীব্র নিন্দা জানান।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আফজাল হোসেন সিকদার,  সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক হাওলাদার, যুগ্ম সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন তরুণ, দফতর সম্পাদক মহিউদ্দিন বাবর, প্রচার সম্পাদক এফ মহান জন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সার্জিল বিন ইউসুফ, কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক টিটুসহ প্রমুখ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়