Apan Desh | আপন দেশ

শহীদ জিয়াউর সমাধিতে বিএনপির আন্তর্জাতিক প্রতিনিধি দলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫২, ২১ জুলাই ২০২৫

শহীদ জিয়াউর সমাধিতে বিএনপির আন্তর্জাতিক প্রতিনিধি দলের শ্রদ্ধা

ছবি: আপন দেশ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন যুক্তরাজ্য বিএনপির ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন।  

সোমবার (২১ জুলাই) দুপুর ১২ টায় তারা রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যান। কিছুক্ষণ নীরবতা পালন শেষে সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি অফ সালফোর্ডের ইনফরমেশন টেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের ডিন প্রফেসর মো সারাঈ, ইউনিভার্সিটির আন্তর্জাতিক পরিচালক মিস ন্যান্সি কুক, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনারশিপ বোরর্ডের চেয়ারম্যান আব্দুল জব্বার,  ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, সাবেক ছাত্রদল নেতা দবির উদ্দীন খান তুষার, স্কটল্যান্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. রাশেদ।

আপন দেশ/এমএইচ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়