Apan Desh | আপন দেশ

সৌদিতে বিনামূল্যে হজের সুযোগ পাচ্ছে এক হাজার ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০১, ১৯ মে ২০২৫

সৌদিতে বিনামূল্যে হজের সুযোগ পাচ্ছে এক হাজার ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় আত্মীয় হারানো এক হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আহত বা ইসরায়েলি কারাগারে আটক ব্যক্তির পরিবারও এ সুবিধা পাবেন বলে জানিয়েছে দেশটির হজ কর্তৃপক্ষ। আমন্ত্রিতরা বিশেষ ভিসা পাবেন এবং সৌদি সরকার তাদের যাতায়াত, থাকা-খাওয়া সব খরচ বহন করবে। প্রধানত আমন্ত্রিত ফিলিস্তিনিদের গাজা ও পশ্চিম তীর থেকে নির্বাচন করা হয়েছে।

আরওপড়ুন<<>>ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর বাণিজ্যিক কূটনীতি

ফিলিস্তিনি এক পরিবার বলেন, এ হজ আমাদের জন্য আল্লাহর রহমত। যুদ্ধে স্ত্রী-সন্তান হারিয়ে আমি ভেঙে পড়েছিলাম।

বিনামূল্যে হজের সুবিধা দেয়ায় সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনের হামাস ও ফাতাহ উভয়। তবে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভির মন্তব্য করেছেন, সৌদি আরব সন্ত্রাসীদের পুরস্কৃত করছে।

এদিকে, মধ্যপ্রাচের দেশ সৌদি আরবের এ উদ্যোগকে ‘মানবিক সংহতি’ হিসেবে দেখা হচ্ছে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশল বলছেন।

উল্লেখ্য, ২০২২ সালে সৌদি আরব ২ হাজার ইউক্রেনীয় শরণার্থীকে বিনামূল্যে হজ করিয়েছিল। এছাড়াও গত বছর কাশ্মীরি পরিবারদের জন্য একই রকম ব্যবস্থা করা হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়