Apan Desh | আপন দেশ

যেসব বিষয়ে একমত হলো ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৩:১৯, ১৩ মে ২০২৫

আপডেট: ১৪:০৪, ১৩ মে ২০২৫

যেসব বিষয়ে একমত হলো ভারত-পাকিস্তান

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সংঘাতের পর উত্তেজনা প্রশমনের লক্ষ্যে সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত হয়ে ভারত-পাকিস্তান। এছাড়া অস্ত্রবিরতির সিদ্ধান্ত বহাল রাখতেও একমত হয়েছে দেশ দুটি।

সোমবার (১২ মে) ভারত-পাকিস্তান সামরিক বাহিনীর মিলিটারি অপারেশন্স বিভাগের প্রধান (ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স-ডিজিএমও) পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেযা হয়। পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠকের নির্ধারিত সময় ছিল সোমবার দুপুরে। কিন্তু পরে সময়সূচি পরিবর্তন করা হয়। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে বৈঠকে বসেন পাকিস্তানের ডিজিএমও ও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ, ভারতের পক্ষে ডিজিএমও এবং লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। সেখানেই সেনা উপস্থিতি হ্রাসের ব্যাপারে একমত হন তারা।

আরওপড়ুন<<>>মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় ২০ শিশু নিহত

প্রায় পৌনে একঘণ্টা স্থায়ী হয় এ বৈঠক। বৈঠক শেষে এ সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি দুদেশের প্রতিনিধিরা। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, আপাতত জম্মু-কাশ্মির ও ভারত-পাকিস্তানের অন্যান্য সীমান্ত এলাকার নিরাপত্তা, ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পাকিস্তানের দায়িত্বে সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স। সীমান্তে সেনাবাহিনীও থাকবে। কিন্তু সংঘাত পরিস্থিতির সৃষ্টি না হলে তারা সামনে আসবে না। এছাড়া দুদেশের সীমান্তরেখার ১ কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার ও ১০ কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধবিমান প্রবেশ করবে না।

পেহেলগাম হামলাকে ঘিরে সৃষ্ট উত্তেজনার জেরে গত ৭ মে থেকে ১০ মে পর্যন্ত সংঘাত চলে। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হয় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম ভারত-পাকিস্তানের সামরিক পর্যায়ের বৈঠক হলো।

পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের দুই দেশেল ডিজিএমও পর্যায়ে বৈঠক হবে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়