Apan Desh | আপন দেশ

‘দুয়েকটি ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করেছে’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:০৫, ১৫ জুলাই ২০২৫

‘দুয়েকটি ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করেছে’

ছবি: আপন দেশ

দুয়েকটি ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছে। ইসলামের প্রতি যদি কারও প্রকৃত অনুভূতি থাকে, সেটা বিএনপির। এ মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনে নিহত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপির ১৬ বছরের আন্দোলনের পটভূমি হলো ২০২৪ সালের জুলাই। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি। সে দীর্ঘ পথচলার ফল আজকের আন্দোলনের বিজয়।

তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের দোসররা নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে। একদল লোক বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে। তবে আমরা তারেক রহমানের নেতৃত্বে শহীদ ও আহতদের পাশে দাঁড়াচ্ছি।

তিনি আরও জানান, জুলাই আন্দোলনে কুড়িগ্রামের নিহত ১০ পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হয়েছে। এটা বিএনপির নৈতিক দায়িত্ব বলে মনে করি।

রিজভী বলেন, বর্তমানে ইউটিউব ও অন্যান্য গণমাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে আজেবাজে কনটেন্ট ছড়ানো হচ্ছে। আমরা এসব জানি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, উসকানিতে পা না দিতে সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। শান্তভাবে রাজনৈতিক অবস্থান ধরে রাখতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়