Apan Desh | আপন দেশ

স্বামী-সন্তানদের ফেলে ভিক্ষুকের সঙ্গে পালাল স্ত্রী

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৩:৩১, ৭ জানুয়ারি ২০২৫

স্বামী-সন্তানদের ফেলে ভিক্ষুকের সঙ্গে পালাল স্ত্রী

ফাইল ছবি

স্বামী ও ছয় সন্তানকে ফেলে ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গেছেন এক স্ত্রী। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী। পুলিশও অভিযুক্ত ভিক্ষুকের খোঁজ শুরু করেছে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) ভারতের উত্তর প্রদেশে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে জানিয়েছে দেশটির গণমাধ্যম। 

জানা যায়, উত্তরপ্রদেশের হারদোই জেলার ৩৬ বছর বয়সী এক নারী তার স্বামী ও ছয় সন্তানকে ফেলে একজন ভিক্ষুকের সঙ্গে পালিয়ে গেছেন। এ ঘটনায় স্বামী রাজু ভারতীয় ন্যায় সংহিতার ৮৭ ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ৪৫ বছর বয়সী রাজু বলেছেন, তিনি তার স্ত্রী রাজেশ্বরী ও তাদের ছয় সন্তানের সঙ্গে হারদোইয়ের হরপালপুর এলাকায় থাকেন। মাঝে মাঝে তাদের পাড়ায় ভিক্ষা করতে আসতেন পঁয়তাল্লিশ বছরের নানহে পণ্ডিত। নানহে নামের ওই ভিক্ষুক প্রায়ই রাজেশ্বরীর সঙ্গে চ্যাট করতেন। তারা ফোনে কথাও বলতেন।

তিনি বলেন, গত ৩ জানুয়ারি দুপুর ২টার দিকে আমার স্ত্রী রাজেশ্বরী আমাদের মেয়ে খুশবুকে বলেছিল- সে জামা-কাপড় ও সবজি কিনতে বাজারে যাচ্ছে। পরে সে না ফেরায় আমি তাকে সব জায়গায় খুঁজলাম কিন্তু তাকে পেলাম না। আমি একটি মহিষ বিক্রি করে যে টাকা পেয়েছিলাম তা নিয়ে আমার স্ত্রী বাড়ি থেকে চলে গেছে। আমার সন্দেহ, নানহে পণ্ডিত তাকে নিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, তারা অভিযুক্ত ভিক্ষুক নানহে পণ্ডিতকে খুঁজছে। এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৮৭ ধারার অধীনে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্র: এনডিটিভি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে: ডিজি উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা স্বৈরাচারের দোসররা ভোট ভন্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা আপিলের দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি শিশু নিহত সিরিয়ায় আইএস নির্মূলে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা বায়ুদূষণে ‘বিশ্বসেরা’ শহর ঢাকা বিক্ষোভ দমনে কঠোর ইরান, ব্যাপক হতাহতের আশঙ্কা নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, জেনে নিন বাজারদর শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ‘ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়’