Apan Desh | আপন দেশ

দর্শকদের মন জয় করতে চান জ্যাকলিন 

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩, ৪ ডিসেম্বর ২০২৫

দর্শকদের মন জয় করতে চান জ্যাকলিন 

অভিনেত্রী মডেল জ্যাকলিন কাব্য

বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর রেখে নিজ ক্যারিয়ার সমৃদ্ধ করে এগিয়ে চলছেন এ প্রজন্মের গুণী শিল্পী জ্যাকলিন কাব্য। তিনি লেখক, কবি, অভিনেত্রী, মডেল হিসেবে সোশ্যাল মিডিয়ায় দৃষ্টি আকর্র্ষন করতে পেরেছেন দর্শক শ্রেতাদের। 

সম্প্রতি তার লেখা গান ‘তোমাকে পেয়েছি কপালের জোড়ে’ জি সিরিজের ব্যানারে  মুক্তি  পেয়েছ। নিজেই হয়েছেন এ গানের মডেল। মিউজিক ভিডিও সম্পর্কে জ্যাকলিন বলেন, অসম্ভব সুন্দর লোকেশনে গানটির চিত্রায়ন হয়েছে। গানটি মুক্তি পাওয়ার পর দর্শকদের খুব সাড়া পাচ্ছি। অনেকে ফোন দিয়ে কাজের প্রশংসা করছেন।

আরও পড়ুন<<>>‘পোশাক এতটাই ছোট ছিল যে, নিজেকে অর্ধনগ্ন মনে হচ্ছিল’

লেখালেখি নিয়েও ব্যস্ত সময় পার করছেন জ্যাকলিন। ৩ টি কবিতার  বই প্রকাশ হয়েছে তার। কাব্য জয়, প্রণয়ের দেবতা, মানুষ মূলত মেঘের মতোন। জ্যাকলিন জানিয়েছেন একুশের বই মেলা নিয়েও নতুন কাব্যগ্রন্থ বের করার প্রস্তুতি চলছে। 

নিজের কাজ সম্পর্কে জ্যাকলিন বলেন, নিজেকে ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করতে ভাল লাগে। সম্প্রতি কিছু পরীক্ষণমূলক ফটোশ্যুট করেছি। কাজের মাধ্যমে নিজেকে প্রতিদিন ভাঙার কাজ করি।  

জ্যাকলিন দেশীয় ফ্যাশন নিয়ে কাজ করছেন। বিভিন্ন ব্রান্ডের মডেল হিসেবে কাজ করেছেন তারমধ্যে বিশ্বরঙ, মিরা, ইয়ারান ব্লু, ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি রিয়েলমার্ট বিডি, এনএফসি কার্ড ডট কমসহ কয়েকটি কোম্পানির ব্রান্ড এম্বাসাডর পাশাপাশি কাকতাড়ুয়া প্রোডাকশন এর ব্রান্ড মডেল ও প্রতিষ্ঠা মেম্বার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়