বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ছবি : সংগৃহীত
নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর বলেছেন, “অভিনেত্রী রিয়া কাপুর পরিচালিত ‘বীরে দি ওয়েডিং’ সিনেমা করতে গিয়ে তাকে অর্ধনগ্ন হতে হয়েছিল। তখন অর্ধনগ্ন মনে হচ্ছিল।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
‘বীরে দি ওয়েডিং’ সিনেমায় লাস্যময়ী রূপে দেখা যায় স্বরাকে। সেখানে তাকে হস্তমৈথুনের দৃশ্যেও অভিনয় করতে দেখা গেছে। কোনো কোনো দৃশ্যে তার শরীরে নামমাত্র পোশাক ছিল। এ সিনেমার ‘তারিফা’ গানে তাকে এমন সব পোশাক পরানো হয়েছিল, যাতে অস্বস্তিবোধ করেন তিনি।
স্বরা ভাস্কর বলেন, “‘বীরে দি ওয়েডিং’ সিনেমায় আমাকে সর্বক্ষণ লাস্যময়ী রূপে থাকতে হয়েছিল। মাথায় ছিল ওজন কমানোর চিন্তা। আমি এর আগে যেসব চরিত্র করেছি, সেখানে অভিনয়, শরীরী অভিব্যক্তির ওপর জোর দিয়েছি। কিন্তু এ সিনেমায় যে স্নানপোশাক পরানো হয়েছিল, সেটি এতটাই ছোট যে, আমার নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল। সেটে যেতে পারছিলাম না। তার জন্য তোয়ালে জড়াতে হয় গায়ে।”
আরও পড়ুন : ফেঁসে গেলেন নেহা শর্মা
রূপটান সেরে ‘ভ্যানিটি’ থেকে সেট পর্যন্ত গিয়েছিলেন গায়ে তোয়ালে জড়িয়ে। এই গানটি এমনিতেই বেশ জনপ্রিয়। স্বরার সঙ্গে সেই গানে প্রায় একই রকম অবতারে দেখা যায় অভিনেত্রী কারিনা কাপুর ও সোনম কাপুরকেও। যদিও পোশাক নিয়ে তারা কোনো আপত্তি করেননি।
আপন দেশ/ এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































