Apan Desh | আপন দেশ

ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন সম্পন্ন 

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:১১, ১৮ আগস্ট ২০২৫

ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন সম্পন্ন 

ফাইল ছবি

মন্ত্রণালয়ের কাজে কক্সবাজার সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয় এ চলচ্চিত্র নির্মাতাকে। ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে পরীক্ষায় ধরা পড়ে অ্যাপেনডিক্সের সমস্যা। 

অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টার অ্যাপেনডিক্সের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। রোববার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন<<>>মুক্তির আগেই বিতর্কে জাহ্নবীর ‘পরম সুন্দরী’

তিশা লিখেছেন, আজ (রোববার) বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

এর আগে শনিবার (১৬ আগস্ট) রাতে এক পোস্টের মাধ্যমে তিশা জানান, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়