Apan Desh | আপন দেশ

প্রেমিককে যে শর্ত দিয়েছিলেন উরফি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৪৮, ১০ আগস্ট ২০২৫

প্রেমিককে যে শর্ত দিয়েছিলেন উরফি

বলিউড অভিনেত্রী উরফি জাভেদ

ভারতীয় মডেল-অভিনেত্রী উরফি জাভেদের উপস্থিতি মানেই নতুন কোনো চর্চার সূত্রপাত। বিশেষ করে তার পোশাক নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়। মাঝে মাঝে তিনি তার ফ্যাশন সেন্স দিয়ে সবাইকে অবাক করে দেন। আবার অনেক সময় পোশাকের জন্য ট্রলের শিকারও হতে হয় তাকে। তবে এই সব সমালোচনাকে কখনওই সেভাবে পাত্তা দেন না উরফি। তার ব্যক্তিগত জীবন নিয়েও তিনি অকপট থাকেন। 

সে যাই হোক উরফি এবার বিয়ে করতে চলেছেন! সূত্রের খবর এমনটাই। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক, দিল্লির ছেলে। উরফি বলে কথা, তার লাভস্টোরিও যে অন্য ভালবাসার গল্পের মতো হবে না, তা তো বলাই বাহুল্য।

সম্প্রতি উরফি বলেছেন, আমার প্রেমিকের অন্য একটা জায়গায় বিয়ে ঠিক হয়। ওর মা-বাবার পছন্দের এক পাত্রী। তবে আমি ওকে স্পষ্ট জানিয়ে ছিলাম, বিয়ে করলে তবেই প্রেম করব। না হলে নয়। আমার এ কথা ও মেনে নিয়েছে এবং এরপর ঠিক হয়ে যাওয়া বিয়েও ভেঙে দিয়েছিল।

আরও পড়ুন<<>>প্রেমিককে যে শর্ত দিয়েছিলেন উরফি

উরফি প্রচারপ্রেমী মানুষ হলেও তার প্রেমিক কিন্তু একেবারেই প্রচার পছন্দ করেন না। তাই গোপনেই উরফির সঙ্গে দেখা করতেন। এমনকী, উরফি নিজের প্রেমিককে সোশাল মিডিয়া থেকেও দূরে রাখেন। জানা গেছে, উরফির প্রেমিক দিল্লির এক শিল্পপতি।

এর আগে ম্যাশেবল ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে উরফি বলেন, আমার প্রেমিকের উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। আমি প্রতি সপ্তাহান্তে ওখানে গিয়ে থাকি। ও খুব লাজুক। ওখানে যদি পাপারাৎজিরা আসে তবে পালিয়ে যাবে।

প্রেমিকের সঙ্গে কোথায় দেখা হয় জানতে চাইলে তিনি বলেন, হঠাৎ করেই ভাগ্যযোগে দেখা হয়। আমরা সে সময় একই জায়গায় ছিলাম। তার বিয়ের কথা অন্য কোথাও হচ্ছিল, অ্যারেঞ্জড ম্যারেজ। কিন্তু আমি তার বিয়ে ভেঙে দিয়েছি। তবে তখনও কিছুই চূড়ান্ত হয়নি, মনে হয় কেবল একবার দেখা করেছিল তারা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়