Apan Desh | আপন দেশ

‘জীবনের চারটি বছর নষ্ট করেছি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ১২:২৭, ৭ আগস্ট ২০২৫

‘জীবনের চারটি বছর নষ্ট করেছি’

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী

টলিপাড়ার জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। আগের মতো বর্তমানেও তাদের নিয়ে উন্মাদনা কম নয়। আসলে তারা কেবল দর্শকদের যে পর্দায় মাতিয়ে রাখতেন তা কিন্তু নয়। পাশাপাশি বাস্তবেও তারা একসময় চুটিয়ে প্রেম করতেন। যদিও বিচ্ছেদ আসে। আর সে বিচ্ছেদ নায়িকার জীবনে কতটা পরিবর্তন নিয়ে এসেছিল এবার সে নিয়ে মুখ খুললেন শুভশ্রী।

‘হ্যাপি প্যারেন্ট ডে’ নামে একটি গেম শো হত। সেখানেই শুভশ্রী তার জীবনের কঠিন দিনগুলোর কথা ভাগ করে নিয়েছিলেন। তাকে সে অনুষ্ঠানে বলতে শোনা গিয়েছিল, আমি খুব ভাগ্যবতী যে অনেক কম বয়সে আমি জীবনের খারাপ দিকটা দেখেছি। আমার জীবনে একটা সময় এসেছিল যখন কাজ থেকে আমার ফোকাসটা একদম সরে গিয়েছিল। তবে সে সিদ্ধান্তটাও আমি নিয়েছিলাম। সে সময় আমার কাজটা একদমই ছিল না। 

পরাণ যায় জ্বলিয়া রে… পর আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু যেটার জন্য এ সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটাই যখন থাকল না জীবনে তখন আমি ভীষণ ভাবে বুঝতে পারলাম যে জীবনে সব কিছুই অনিশ্চিত। কিন্তু আমি এ সবের জন্য কখন অনুশোচনা করি না। তবে সে সময় আমি আমার ৪ বছর নষ্ট করেছিলাম। আমি আমার বাবা-মায়ের সঙ্গে সব কথা ভাগ করে নিতে পারতাম না। আমি আমার খুশিটাই বাবা-মায়ের সঙ্গে ভাগ করে নিতে চাই। কিন্তু ওরা ঠিকই বুঝতে পারত আমি কষ্টে আছি। সেটা বুঝে হয়তো বাবা-মা এসেছেন। আমিও ওঁদের সঙ্গে হেসে হেসে গল্প করছি। পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে এসেছি।

আরও পড়ুন<<>>এবার দীপিকার পাশে রুবিনা

তিনি আরও বলেন, যে সময় আমি শূন্য হয়ে গিয়েছিলাম, সে সময় আমি ওই মানুষ টিকে বলেছিলাম যে, আমার জীবনে হারানোর কিছু নেই। কিন্তু আমি যদি কিছু পাই সেটা আমার পাওয়া হবে। ভগবানের আশীর্বাদে তারপর থেকেই জীবনে সাফল্য আসতে শুরু করে। আমি কোনও অতিরিক্ত কিছু করি না। নিজের প্রচার করতে পারি না। ভগবানের আশীর্বাদ আর বাবা মায়ের আশীর্বাদ আছে।

তবে এ সব কিছুতেও কখনও আশা করা ভুলে যায়নি নায়িকা, ভুলে যাননি বাঁচার মানে, ভালোবাসার মানে। তাই তাকেই বলতে শোনা গিয়েছিল। অবশ্যই বিয়ে করব। আমার জীবনের সব থেকে বড় ইচ্ছে একজন ভালো মা হওয়ার। ভালোবাসা একটা ভালো অনুভূতি। তার মধ্যে সব কিছু আছে। তাই আমি আমার একটা খারাপ অভিজ্ঞতার জন্য ভালোবাসাকে এড়িয়ে যাব না। আসলে পৃথিবীতে সমস্ত মানুষ কিন্তু ভালোবাসার খোজেই এসেছে। পেশা, টাকা রোজকার করা এগুলো পড়ে আসে। যাদের খুব গভীরতা আছে তারা কিন্তু ভালোবাসাটাই চায়। ভালোবাসা থাকলে সবটাই সহজে হয়ে যায়। বর্তমানে স্বামী সন্তানদের নিয়ে সুখে সংসার করছেন নায়িকা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়