Apan Desh | আপন দেশ

শিল্পকলায় নাটক ‘ক্রীতদাস কথা’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ২০:৩৪, ৭ জানুয়ারি ২০২৫

শিল্পকলায় নাটক ‘ক্রীতদাস কথা’

ছবি: আপন দেশ

নাটকের দল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র মঞ্চে এনেছে দলটির ১৭তম প্রযোজনার নাটক ‘ক্রীতদাস কথা’।  মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। 

প্রাচীন দাস ব্যবস্থার দাস ও সমসাময়িক পুঁজিবাদী ব্যবস্থার শ্রমিক এর জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটির কাহিনী।

চীনা নাট্যকার লুস্যুনের বিখ্যাত গল্প ‘দ্য ওয়াইজ ম্যান, দ্য ফুল অ্যান্ড দ্য স্ল্যাভ’ অবলম্বনে অমল রায়ের অনূবাদ ও নাট্যরূপে নাটকটির নির্দেশনায় ছিলেন শাহীন রহমান। 

প্রাচীন দাসব্যবস্থা ও সমসাময়িক পুঁজিবাদী অর্থনীতির উপর দাঁড়িয়ে থাকা আধুনিক প্রতিষ্ঠানসমূহের শ্রম শোষণকে তুলে ধরা হয়েছে নাটকে। দাস সমাজে দাস মালিক যেমন দাসদের দিয়ে অমানবিক পরিশ্রম করাতো, বর্তমানেও পুঁজিবাদী অর্থনীতি একইরকম শোষণ ও নিপীড়নমূলক ব্যবস্থা টিকিয়ে রেখেছে। আপাত দৃষ্টিতে এসময়ের শ্রমিকদের মুক্ত এবং স্বাধীন মনে হলেও আদতে তারা পুঁজির দাসত্বের বেড়াজালে বন্দি। অন্যপ্রান্তে গুটিকয়েক পুঁজিপতি টাকার পাহাড় গড়ে তুলেছে।  এ ব্যবস্থার বিরুদ্ধে শ্রমিকরা মাঝে মধ্যে প্রতিবাদী হয়। কিন্তু থেমে থাকে না, আবার ঘুরে দাঁড়ায়।  ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়েই মানুষের মুক্তির দিশা মিলে। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। 

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মফিজুর রহমান লাল্টু, মাহফুজ হাসান, সোহাগ প্রামাণিক, আফিয়া আনজুম, এস এম শুআইব ত্বাসীন,বর্ণিল সপ্তর্ষি, গাজী আলাউদ্দীন, মারজিয়া প্রভা, বনি আমিন মুন্না, আমিরুন নুজহাত মনীষা, রাউফুর রহমান তানিয়াহ মাহমুদা তিন্নি প্রমুখ।
এর আগে উদ্বোধনী আনুষ্ঠানিকতার সংক্ষিপ্ত আলোচনা শেষে উদ্বোধনী মঞ্চায়নের ঘোষণা করেন আয়োজনের প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ  অধ্যাপক আনু মুহাম্মদ। 

আয়োজক নাট্যদল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এস এম কামাল উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ  চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লিও শাওপেং ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ।

উদ্বোধনী মঞ্চায়নের ঘোষণায় আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও সম্মিলিত সাংস্কৃতিক জোট ফ্যাসিস্ট সরকারের দালালি করেছে। তারা সাংস্কৃতিক ব্যক্তিত্বের আড়ালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।  তারা ফ্যাসিবাদের দোসর।  যতদিন স্বৈরাচারের এসব দোসররা সাংস্কৃতিক অঙ্গনে থাকবে ততদিন দেশের সাংস্কৃতিক অঙ্গন কলুষিত থাকবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়