Apan Desh | আপন দেশ

রাবিতে ৪ দিনব্যাপী তায়কোয়ানডো প্রতিযোগিতার উদ্বোধন 

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ২১:০৮, ১১ জানুয়ারি ২০২৬

রাবিতে ৪ দিনব্যাপী তায়কোয়ানডো প্রতিযোগিতার উদ্বোধন 

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শরীরচর্চা বিভাগের উদ্যোগে ৪র্থ তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। ৪ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ওজন ও ক্যাটাগরিতে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করবে। 

রোববার (১১ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। 

আরও পড়ুন<<>>৭৩-এর অধ্যাদেশ সংস্কার ছাড়া বিশ্ববিদ্যালয় সম্ভব নয়- রাকসু জিএস আম্মার

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোসা. রোকসানা বেগম, আন্তঃবিভাগ গেমস্ সাব-কমিটি ও কলা অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেনসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোসা. রোকসানা বেগম বলেন,আমরা তায়কোয়ানডো কিভাবে আরও ভালো করতে পারি সে বিষয়ে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের উপদেশ দিবে আশা করছি। তার মুল্যবান সময় দিয়ে আজকে এখানে উপস্থিত হওয়ায় আমরা ধন্য। 

এসময় রাবি কলা অনুষদের ডিন ও আন্তঃ বিভাগ গেমস সাব-কমিটি ২০২৫-২৬ এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এক্সট্রাকারিকুলার ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মনন বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তারই ধারাবাহিকতায় আজকের এ তাইকোয়ানডো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের এমফিল সভাপতি মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে আমি আনন্দিত। শুরুতে প্রদর্শিত ডেমোনস্ট্রেশন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তিনি জানান, সম্প্রতি চীনে একটি আন্তর্জাতিক তায়কোন্দো অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ হলেও সেখানে বাংলাদেশের কোনো প্রতিনিধি না থাকায় তিনি হতাশ হয়েছেন। 

তিনি আরও বলেন, বিশ্ব তায়কোন্দো র‍্যাংকিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান -১৪৭। যেখানে মিয়ানমার ও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মতো দেশও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তায়কোন্দোর সঙ্গে যুক্ত হওয়ার আহবান জানান তিনি। 

জেনারেল মো. হাবীব উল্লাহ আরও বলেন, তায়কোন্দোতে মেধার সংযোগ ঘটাতে হবে। চীন এ খেলায় এআই যুক্ত করে উন্নতির চেষ্টা করছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর তরুণ শক্তিকে কাজে লাগাতে পারলে তায়কোন্দোতে দেশ বড় শক্তি হিসেবে গড়ে উঠতে পারে। তিনি আশা প্রকাশ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে শিক্ষার্থীরা তায়কোন্দো খেলায় এগিয়ে আসবে এবং তায়কোন্দো রাজশাহীসহ দেশের বাইরে সম্মানের সঙ্গে উচ্চারিত হবে। 

উল্লেখ্য, এবারের তাইকোয়ানডো প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৬টি বিভাগ থেকে ১০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে: ডিজি উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা স্বৈরাচারের দোসররা ভোট ভন্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা আপিলের দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি শিশু নিহত সিরিয়ায় আইএস নির্মূলে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা বায়ুদূষণে ‘বিশ্বসেরা’ শহর ঢাকা বিক্ষোভ দমনে কঠোর ইরান, ব্যাপক হতাহতের আশঙ্কা নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, জেনে নিন বাজারদর শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ‘ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়’