Apan Desh | আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৬, ১৬ ডিসেম্বর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

ছবি : আপন দেশ

জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো, আনন্দ শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। 

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। একই সময়ে অনুরূপভাবে হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। উদ্বোধনের পর প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য 'মুক্ত বাংলা'র পাদদেশে সমবেত হয়।

এসময় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তবাংলায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ সহ প্রশাসনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন<<>>রাবিতে নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং: প্রক্টরের কাছে অভিযোগ

পর্যায়ক্রমে জিয়া পরিষদ, ইউট্যাব, সাদা দল, ইবি শিক্ষক সমিতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি কর্মকর্তা ফোরাম, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সাধারণ কর্মকর্তাবৃন্দ, হল ও বিভাগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণ করে।  

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে শহিদ জিয়াউর রহমান স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে শিক্ষক বনাম কর্মকর্তা, সহায়ক কর্মচারী বনাম সাধারণ কর্মচারী এবং ছাত্র হলসমূহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা হয়। এ ছাড়া শিক্ষক বনাম কর্মকর্তাদের মধ্যে প্রীতি রশি টানাটানি প্রতিযোগিতা এবং মহিলা শিক্ষক ও কর্মকর্তা এবং মহিলা সহায়ক কর্মচারী ও সাধারণ কর্মচারীদের মধ্যে পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজয় দিবস উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর দুই দিন বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, প্রশাসন ভবন, মুক্ত বাংলা, ডায়না চত্বর, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তর ও ভিসি বাংলো আলোকসজ্জিত করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়