Apan Desh | আপন দেশ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩০, ১০ নভেম্বর ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর

ফাইল ছবি

২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যকরের আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষক নেতারা।

সোমবার (১০ নভেম্বর) দ্রুত বদলি কার্যকরসহ তিন দফা দাবিতে আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা। দুপুর ০১টা থেকে শুরু হওয়া এ বৈঠক চলে টানা দেড় ঘণ্টা পর্যন্ত। এই বৈঠকে বদলি কার্যক্রমের বিষয়ে শিক্ষকদের আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে।

বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবসহ শিক্ষা মন্ত্রণালয়ের আরও বেশ কয়েকজন কর্মকর্তা।

এ বিষয়ে বাংলাদেশ বদলিপ্রত্যাশী শিক্ষক ঐক্য জোটের আহবায়ক প্রভাষক মো. সরোয়ার গণমাধ্যমকে বলেন,বৈঠকে আমাদের ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের মধ্যে বদলির ব্যবস্থা করার আশ্বাস দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, যেহেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমাদের সঙ্গে আন্তরিকতার সহিত বসেছেন সেহেতু আমরা তাদের কথায় বিশ্বাস রাখতে চাই। যদি যথাসময়ে বদলি চালু না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে নামব।

 আরও পড়ুন<<>>স্কুলে ভর্তিতে এবারও লটারি, আবেদন শুরু ২১ নভেম্বর

এর আগে আন্দোলনরত শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে যান। দুপুর সাড়ে ১২টায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা শিক্ষকদের সচিবালয়ের ভেতরে ঢোকার অনুমতি দেন।

সচিবালয়ে যাওয়া শিক্ষকদের প্রতিনিধিদলে ছিলেন প্রভাষক মো. সরোয়ার, মো. বাবলু, মোছা. সামিয়া, সোহাগী, মো. শরিফুল, মো. শান্ত আলী, উম্মে হাবিবা এবং মো. রাশেদ মোশাররফ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার স্কুলে ভর্তিতে এবারও লটারি, আবেদন শুরু ২১ নভেম্বর রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান নির্বাচন ও গণভোট ইস্যুতে সরকারের সিদ্ধান্ত শিগগিরই : পরিবেশ উপদেষ্টা আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিম খান বরখাস্ত একটি চক্র একাত্তরকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে: মির্জা ফখরুল ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু শেখ হাসিনা, জয়-পুতুলের প্লট দুর্নীতির মামলার শুনানী আজ আজ কলি হয়ে আছি, একদিন ফুটবই: নাহিদ আধা ঘন্টার ব্যবধানে দুই বাসে আগুন মাদ্রসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক আটক আসিফ আকবরের মন্তব্যে সমালোচনার ঝড় যুদ্ধবিরতি ভেঙে ফের লেবাননে হামলা ইসরায়েলের