Apan Desh | আপন দেশ

হাবিপ্রবি’র ৭৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০১, ১৩ সেপ্টেম্বর ২০২৫

হাবিপ্রবি’র ৭৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত

ছবি: আপন দেশ

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই ৭৯ শিক্ষার্থীর সনদ বাতিল, সনদ স্থগিত, আজীবন বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, অভিযুক্তদের কাছ থেকে সন্তোষজনক জবাব না পেলে অফিস আদেশ অনুযায়ী শাস্তির বিধান অব্যাহত থাকবে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) হাবিপ্রবি’র রেজিষ্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগষ্ট দেশব্যাপী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাই হতে ৫ আগষ্ট পর্যন্ত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে হাবিপ্রবি শাখার ছাত্রলীগের সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কর্তৃক তদন্তপুর্বক অপরাধের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সনাক্ত করে দুই ক্যাটাগরির তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে তা বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ড-এর ২২তম সভায় উপস্থাপন করা হয়।

আরওপড়ুন<<>>সাবেক সমন্বয়কদের প্যানেল থেকে পদত্যাগ ফাহির

ওই সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের অপরাধের ধরণ বিবেচনা করে শাস্তি প্রদানের গৃহীত সিদ্ধান্ত ও সুপারিশমালা অনুমোদনের জন্য গত ২৯ মে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫৯তম সভায় উত্থাপন করা হয়। বোর্ড অভিযুক্ত শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে প্রস্তাবিত শাস্তিসমুহ সাময়িকভাবে প্রদানের সিদ্ধান্ত নেয়।

প্রথম ক্যাটাগরিতে- হুকুমদাতা, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা. মারধর, অস্ত্র সরবরাহ, কক্ষে অস্ত্র পাওয়া ও সশস্ত্র মিছিলে অংশগ্রহনের অভিযোগে ৪১ জনের বিরুদ্ধে সনদ বাতিল/সনদ স্থগিত/আজীবন বহিস্কার/রাষ্ট্র আইনে মামলা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

দ্বিতীয় ক্যাটাগরিতে- বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরোধীতা করা ও মিছিলে অংশগ্রহণের অভিযোগে ৩৮ জনের বিরুদ্ধে ২/৩ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে হাবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর আবু হাসান জানান, বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে ৭৯ জনের একটি তালিকা প্রকাশ করা হয়। তাদের কাছে লিখিত নোটিশ যাবে। সে প্রেক্ষিতে তারা জবাব দেবেন। তা সন্তোষজনক না হলে অফিস আদেশ অনুযায়ী শাস্তির বিধান অব্যাহত থাকবে। তবে আপাতত তালিকাভূক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কার ও ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ স্থগিত করা হয়েছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা