
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলন ছাত্রীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় শাখা শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মুজাহিদ ফয়সাল এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, গত ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলের ৯১ জন ছাত্রীকে রাত ১১টার পর হলে ফেরার অভিযোগে তালিকাভুক্ত করে একটি নোটিশ প্রকাশিত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রাবি ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ আখ্যা দিয়ে চরম কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এটি শুধু সংশ্লিষ্ট ছাত্রীদের জন্য নয়, বিশ্ববিদ্যালয় তথা পুরো দেশের নারীদের জন্য অবমাননাকর।
আরও পড়ুন>>>রাবিতে বামদের মধ্যেও শিবির ঢুকে গেছে: আমান
শিবিরের নেতারা আরও অভিযোগ করেন, এ ঘটনায় অভিযুক্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ছাত্রদল বরং তাকে দায়মুক্তি দেয়ার চেষ্টা করছে। তারা বলেন, নেতৃত্বের পর্যায় থেকে এ ধরনের নারী বিদ্বেষী মন্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে জড়িত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাসহ নারীদের প্রতি ছাত্রদলের বিভিন্ন অপমানজনক আচরণের প্রসঙ্গ টেনে শিবিরের নেতারা বলেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ছাত্রদল উল্টো শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের বোনদের সম্মান সব কিছুর ঊর্ধ্বে। যদি ছাত্রদল নারীদের সম্মানহানি করা বন্ধ না করে, তবে ছাত্রসমাজ তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করবে।
তারা আরও যোগ করেন, জুলাই-পরবর্তী সময়ে এসে নারীদের নিয়ে প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। যারাই নারীদের সম্মানহানি করার চেষ্টা করবে, ছাত্রসমাজ তাদের প্রতিহত করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।