
ছবি : আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক (জিএস) এবং সিনেট সদস্য পদে প্রার্থী হয়েছেন উর্দু বিভাগের শিক্ষার্থী আফরিন জাহান। ৬৩ বছরের রাকসুর ইতিহাসে তিনি প্রথম নারী হিসেবে জিএস পদে প্রার্থিতা ঘোষণা করেন।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেলে তিনি মনোনয়ন সংগ্রহ করেন।
প্রার্থী হওয়া প্রসঙ্গে আফরিন জাহান বলেন, একজন নারী হিসেবে এ পদে নির্বাচন করা আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমি শিক্ষা, জবাবদিহিতা এবং ক্যাম্পাসের সাংস্কৃতিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে চাই। একই সঙ্গে আমি পুরো ক্যাম্পাসকে একটি শিক্ষার্থীবান্ধব, বিশেষ করে নারীবান্ধব ক্যাম্পাসে পরিণত করতে চাই।
আরও পড়ুন<<>>৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই: আপিল বিভাগ
তিনি আরো বলেন, আমাদের সমাজে নারীরা অগ্রণী ভূমিকা পালন করলেও তাদের প্রাপ্য স্বীকৃতি প্রায়ই উপেক্ষিত থাকে। জুলাই বিপ্লবে নারীদের অনন্য ভূমিকা থাকলেও তাদের কোনো স্বীকৃতি দেয়া হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয়েও নারীরা প্রতিনিয়ত নানা সমস্যার শিকার হন। নারী নিপীড়ন, পথে লাঞ্ছনা ও অনলাইন বুলিং এখানে একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
আফরিন বলেন, যেসব নারী নেতৃত্ব দিতে চায়, তাদের বাজে মন্তব্য ও সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। ফলে এ উৎসবমুখর নির্বাচন হলেও নারীদের মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। অনেক পুরুষ প্রার্থী থাকলেও কেন্দ্রীয় সংসদে নারী প্রার্থীর সংখ্যা খুবই কম। সামাজিক চাপ ও ভয়ের কারণে তারা প্রার্থী হতে সাহস পাচ্ছেন না। তিনি সব নারীর কণ্ঠস্বর হয়ে নির্বাচনে লড়েছেন এবং এটাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।