Apan Desh | আপন দেশ

৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:২৫, ২৭ জুলাই ২০২৫

আপডেট: ১৮:২৮, ২৭ জুলাই ২০২৫

৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

ফাইল ছবি

তিন হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

প্রথম ধাপে ৭০২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি জানানো হয়েছে। সূচি অনুযায়ী- আগামী ৬ আগস্ট মৌখিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় (এমসিকিউ) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে (প্রথম পর্যায়ে) স্বাস্থ্য ক্যাডারের সহকারী ডেন্টাল সার্জন পদের ৫১১ জন এবং সহকারী সার্জন পদের ১৯১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন>>>২৫ বোয়িং বিমান কিনবে সরকার: বাণিজ্য সচিব

প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এর আগে গত ২০ জুলাই ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফল প্রকাশ করা হয়। এতে মোট ৫ হাজার ২০৬ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন।

পিএসসি সূত্রে জানা যায়, ৪৮তম বিশেষ বিসিএসে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এরমধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার ৭০০ জন। আর সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে ৩০০ জন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়