Apan Desh | আপন দেশ

রাবি ফোকলোর বিভাগের সংস্কারের দাবিতে ফের বিক্ষোভ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮, ৩ জুলাই ২০২৫

রাবি ফোকলোর বিভাগের সংস্কারের দাবিতে ফের বিক্ষোভ

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সংস্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছেন। 

বৃহস্পতিবার (০৩ জুলাই) তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত জোহা চত্বরে অবস্থান নেন। সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। 

এসময় তারা ‘বিভাগ নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’, ‘এ মুহূর্তে দরকার, ফোকলোর বিভাগ সংস্কার’, ‘সিন্ডিকেট না মুক্তি, মুক্তি মুক্তি’, ‘এ মুহূর্তে দরকার ফোকলোর বিভাগ সংস্কার’ এসব স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো ফোকলোর বিভাগের নাম পরিবর্ধন/সংস্কার। যাতে বিষয়টির স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। পিএসসি ও ইউজিসিতে ফোকলোর বিষয়ের নাম সংযুক্ত করে কোড প্রদান নিশ্চিত করা। পরীক্ষার ফলাফল ১ মাসের মধ্যে প্রকাশ করা ও নির্ধারিত সময়ে ক্লাস রুটিন প্রকাশ করা। 

এসময় এক শিক্ষার্থী বলেন, আমরা এর আগে ডীন স্যারের কাছে চিঠি দিয়েছি। তারা এটা নিয়ে মিটিং করেছে। সেখানে আমাদের বিভাগের শিক্ষকরা ও ডীন স্যার সম্মতি দিয়েছে কিন্তু কোন সমাধান আমরা পাইনি। আমরা এমন দফায় দফায় আর বসতে চাচ্ছি না। আমরা চাই আজকের মধ্যে প্রশাসন থেকে সম্মতি বা আমাদের হয়ে একটা রায় দিক।

আরেক শিক্ষার্থী বলেন, আমরা এর আগে যে আন্দোলন করে চিঠি দিয়েছিলাম তার জন্য আজ একটা মিটিং হয়েছে। মিটিংয়ে ডীন স্যার বলেছেন আমরা সিন্ডিকেট পাঠাবো। এটা পাস না হলে আমাদের আবার আন্দোলন আনতে হবে। আমরা বারবার আন্দোলনে নামতে চাচ্ছি না। আমরা চাই আজ ভিসি, প্রো-ভিসি স্যার আমাদের আশ্বাস দিক যে দাবি মেনে নেয়া হবে। আশ্বাস দিলে আমরা আন্দোলন প্রত্যাহার করব। 

এর আগে ২২ মে সকালে ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে দাবির সাপেক্ষে ডীন অফিস বরাবর একটি চিঠি পাঠানো হয়। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়