Apan Desh | আপন দেশ

রাজশাহীতে ইউনিস্যাবের ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার’ 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ২৬ মে ২০২৫

রাজশাহীতে ইউনিস্যাবের ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার’ 

ছবি: আপন দেশ

রাজশাহী বিভাগের পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতার বিকাশে ইউনিস্যাব আয়োজন করেছে ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার’ কর্মসূচি। প্রকল্পটি চারটি ধাপে বিভক্ত। যার প্রতিটি ধাপে পরিবেশ রক্ষা এবং মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা ও কল্যাণের প্রতি গুরুত্ব দেয়া হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে চন্দ্রকলি ফাউন্ডেশনের সহযোগিতায় রাজশাহী শহরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫ শতাধিক বৃক্ষরোপণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। 

‘প্রজেক্ট ট্রি প্ল্যান্টেশন অ্যান্ড গ্ৰিনিরি ইনিশিয়েটি’র মাধ্যমে শুরু হয় এ কর্মসূচির পথচলা। আকস্মিক গরমের পর বৃষ্টিভেজা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) সদস্যরা কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করেন।

এরপর বিকেলে অনুষ্ঠিত হয় ‘প্রজেক্ট এনভায়রনমেন্ট ক্লিনিং ক্যাম্পেইন’র প্রথম ধাপ। এর মাধ্যমে শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এর মাধ্যমে তারা নগরের সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্ন নগর গঠনে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করেন।

আরওপড়ুন<<>>গবেষণা জালিয়াতির অভিযোগে রাবি অধ্যাপকের সংবাদ সম্মেলন

রোববার (২৫ মে) অনুষ্ঠিত হয় কর্মসূচির ‘প্রজেক্ট ফ্রি ব্লাড গ্ৰুপ টেস্টিং অ্যান্ড অ্যাওয়্যারনেস’র পরবর্তী ধাপ। এদিন সকালে রাজশাহীর বিনোদপুর মিশনারি স্কুল প্রাঙ্গণে হয় দ্বিতীয় ধাপ। যেখানে স্থানীয় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে কার্যক্রম পরিচালনা করা হয়। এদিন বিকেলে সানলাইট ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রির সহায়তায় রাজশাহী শহরের ডিঙাডোবা সাঁওতাল পাড়ার সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যপণ্য বিতরণ করা হয়। এ কার্যক্রম ছিল- ‘প্রজেক্ট ফ্রি হেলদি প্রডাক্টস ডিস্ট্রিবিউশন’ এর আওতাভুক্ত। যা মানুষের মৌলিক চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখে।

সোমবার (২৬ মে) সকালে অনুষ্ঠিত হয় ‘প্রজেক্ট ফ্রি ব্লাড গ্ৰুপ টেস্টিং অ্যান্ড অ্যাওয়্যারনেস’–এর চূড়ান্ত ধাপ। যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শতাধিক শিক্ষার্থী ও কর্মচারীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি স্বাস্থ্য বিষয়েও সচেতনতা বৃদ্ধি করা হয়।

এরই ধারাবাহিকতায় বিকেলে রাবির সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সিসিডিসি সেমিনার রুমে আয়োজন করা হয় ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার’র সমাপনী অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, সিসিডিসি পরিচালক ড. মো. নুরুল মোমেন, আন্তর্জাতিক বিষয়ক দফতরের পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল আনিস এবং ইউনিস্যাবের সাবেক নেতারাসহ বিভিন্ন অংশীদার সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সহ-প্রতিষ্ঠানের প্রতিনিধি, যেমন গ্ৰোআপ এর পক্ষ থেকে আতিক তন্ময়, রুকসানা পারভিন, চন্দ্রকলি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখাওয়াত উল্লাহ, সানলাইট ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রির উপদেষ্টা পলাশ কুমার মজুমদার, রাবি বাঁধন ইউনিটের সভাপতি আব্দুল্লাহ আল নাহিদ ও সম্পাদক একরামুল হক নিলয়।

‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার’ ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের একটি পরিবেশ সচেতনমুখী উদ্যোগ। যা রাজশাহীকে আরও সচেতন ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়