Apan Desh | আপন দেশ

ইবির জার্নালিজম বিভাগের দায়িত্ব হস্তান্তর

ইবি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:১২, ২৩ অক্টোবর ২০২৪

ইবির জার্নালিজম বিভাগের দায়িত্ব হস্তান্তর

ইবির কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।  বুধবার (২৩ অক্টোবর) বিভাগের সভাপতি কার্যালয়ে নতুন সভাপতি অধ্যাপক ড. মো. রাশিদুজ্জামান আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক, অর্থনীতি বিভাগের সভাপতি কাজী মোস্তফা আরিফ, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এবং প্রভাষক উজ্জল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক তন্ময় সাহা জয়।

নবনিযুক্ত সভাপতি ড. রাশিদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা আমাদের বিভাগের ভবিষ্যৎ। তাদের সম্ভাবনা বিকশিত করা আমাদের লক্ষ্য। আমি তাদের জন্য কাজ করে যাব। শিক্ষার্থীরা যেন আত্মতৃপ্তি নিয়ে পড়াশোনা শেষ করতে পারে।

প্রসঙ্গত, অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি এক মিনিটের নিরবতা পালন করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যা পরিচালনা করেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মালেক।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সদস্যরা উপস্থিত থেকে নতুন সভাপতির প্রতি সমর্থন জানান। অনুষ্ঠানে বিভাগের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। শিক্ষার্থীদের সঙ্গে অধ্যাপকদের সম্পর্ক দৃঢ় করার ওপরও গুরুত্ব দেয়া হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা