ছবি : সংগৃহীত
আসন্ন রমজান মাসের আগেই চলমান এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন অপারেটররা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তারা এ আশ্বাস দেন।
রমজানের আগেই যেন এলপিজির ঘাটতি দূর হয় সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সভায় সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন জ্বালানি উপদেষ্টা।
আরও পড়ুন<<>>একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ভাঙল সব রেকর্ড
তিনি বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে অপারেটররা এলপিজি আমদানির যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। সে লক্ষ্য বাস্তবায়ন করতে সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।
অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতির কারণে এলপিজি আমদানি বাধাগ্রস্ত হয়েছে। তবে অপারেটরদের মধ্যে কেউ অতিরিক্ত মূল্য বৃদ্ধি করছেন এ অভিযোগ তারা অস্বীকার করেন।
তারা উপদেষ্টাকে জানান, জানুয়ারিতে ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত হলে এ সংকট অনেকটা কেটে যাবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































