Apan Desh | আপন দেশ

‌‘আমদানি বন্ধ করায় ভারতই ক্ষতিগ্রস্ত হবে’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:১১, ১৮ মে ২০২৫

‌‘আমদানি বন্ধ করায় ভারতই ক্ষতিগ্রস্ত হবে’

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই ক্ষতিগ্রস্ত হবে। এ মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (১৮ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আমরা এখনো অফিসিয়ালি এ ব্যাপারে জানতে পারিনি। জানার পর ব্যবস্থা নেয়া হবে। নিষেধাজ্ঞার ব্যাপারে করণীয় ঠিক করা হবে। আশা করা যায় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব হবে।

আরও পড়ুন>>>স্থলবন্দর দিয়ে বাংলাদেশি ৭ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

তিনি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্যে ভারতই বাংলাদেশে বেশি রফতানি করে থাকে। নিষেধাজ্ঞার ফলে ভারতীয় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে। প্রতিযোগিতা সক্ষমতার ভিত্তিতেই বাংলাদেশ ভারতে পণ্য রফতানি করে থাকে।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, আমরা বাণিজ্য উদারীকরণে বিশ্বাসী। ব্যবসায় অন্তর্ভুক্তি বাড়াতে কাজ করতে হবে। ভোক্তা ও ব্যবসায়ীর স্বার্থ রক্ষা করা আমাদের কাজ। ভারতের সঙ্গে আমাদের যে ব্যবসা, তাতে ভারতের পাল্লাই ভারী। এক দিনে এ বাণিজ্য–ঘাটতি কমবে না। এটা দূর করতে বেশ সময় লাগবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়