Apan Desh | আপন দেশ

পুষ্পধারা প্রপার্টিজের ২৩শ’ কোটি টাকার ভয়ঙ্কর ফাঁদ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৩, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:০৯, ৭ নভেম্বর ২০২৪

পুষ্পধারা প্রপার্টিজের ২৩শ’ কোটি টাকার ভয়ঙ্কর ফাঁদ!

পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের ওয়েবসাইট থেকে নেয়া ছবি।

জমির ব্যবসা বেশ প্রসার ঘটেছে বাংলাদেশে। এ ব্যবসায় নতুনমাত্রা দিয়েছে জমির ওপর বাড়ি নির্মাণ কাজ। দেশে গড়ে উঠেছে অসংখ্য হাউজিং কোম্পানি। তাদের কোনটি স্বনামে বিখ্যাত আবার কোনটি প্রতারকদের ঊষাঘর। এমনই এক হাউজিং কোম্পানির নাম পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। 

২ হাজার ৩শ’ কোটি টাকার ফাঁদ পেতেছে বাংলাদেশের ছয় ঠগ! ফাঁদের রশি টানছেন শতাধিক জুনিয়র। অপ্রতিরুদ্ধ এ ফাঁদে আটকে যাচ্ছেন ৭ হাজার ৮শ’ মানুষ। ইতোমধ্যে আইনের ফাঁক গলিয়ে হাজারের বেশি সহজ মানুষকে মরণ ফাঁদে আটকিয়েছে এ চক্রটি। ব্যবসা তাদের জমি ছাড়া জমি বিক্রি। তাও সেই বহুল আলোচিত বিল আড়িয়ালে।

বক দিয়ে বক শিকারের মতো ফাঁদের প্রদর্শন বকের অভিনয়ে নামানো হয়েছে বিভিন্ন শ্রেণী-পেশার তথৈবচদের। এতে আছে সেনাবাহিনী, পুলিশ-বাহিনী, প্রশাসন, ব্যাংক খাতের সাবেক-বর্তমান শীর্ষ কর্মকর্তা, পীরের মুরিদ, সাংবাদিক ও আইনজীবীরাও। 
ঠগদের প্রকল্প বাস্তবায়ন হলে ফাঁদে পড়া মানুষগুলোকে জপতে হবে কবিগুরুর কবিতার সেই পঙ্‌ক্তি- 

‘প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ’

পুষ্পধারা প্রপার্টিজ নাম দিয়ে ষোলঘর ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে শুরু হয়েছে তাদের অপকর্ম। ঘুরছেন ডিসি অফিস, পরিবেশ অধিদফতর, কৃষি অধিদফতর, নৌ এবং ভূমি মন্ত্রণালয়ে।

স্বৈরাচারের তহবিলে ৮০ লাখ টাকা অনুদান দিয়েও বাগে আনতে পারেননি। প্রজেক্টের অনুমোদনই মিলেনি। তবে থেমে নেই অনুমোদনহীন প্রতিষ্ঠানের কাগুজে জমিতে প্লট বিক্রির মচ্ছব। 

প্রকল্পের নামে কীভাবে গ্রাহকের জমি আত্মসাৎ করলেন ছয় ঠগ? প্লটের জন্য গ্রাহকের দেয়া ডাউন পেমেন্টের অর্থ যাচ্ছে কার কার পকেটে? ভূমি অফিস থেকে চিঠি মিলল কতো অঙ্কের ঘুষে? শ্রীনগরবাসীর সই জাল করে সেনাবাহিনীকে ভুল বুঝিয়ে কীভাবে রেলের জমিতে হলো রাস্তা? নিজের জমি নিজেই কিনে কারা হলেন পরিচালক? এক প্রতিষ্ঠানের নামে অর্থ হাতিয়ে গড়ে তোলা হচ্ছে অন্য কোন কোন প্রতিষ্ঠান? ফাঁদে ভুক্তভোগী কতজন ঘুরছে ঠগদের পিছে? অপকর্মের খবর লিখতে গেলেই কোন স্বার্থে, কারা তদ্বিরে নামে ঠগদের হয়ে? 

দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে ছয় ঠগের ‘স্বপ্ন গোমর’। অনিয়মের নথিপত্র, প্লট কেনার মানি রিসিট, কল রেকর্ড এসেছে আমাদের হাতে। সব প্রশ্নের উত্তর মিলবে আপন দেশ-এর ‘পুষ্পধারার ঠগনামা’ শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা