Apan Desh | আপন দেশ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে গাজীপুর জেলা ছাত্রশিবিরের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮, ২১ জানুয়ারি ২০২৬

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে গাজীপুর জেলা ছাত্রশিবিরের মানববন্ধন

ছবি: আপন দেশ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে নির্বাচন বাস্তবায়নের দাবিতে গাজীপুর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার উড়াল সেতুর নিচে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে গাজীপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি মো. রেজাউল ইসলাম। 

আরও পড়ুন<<>>মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা

প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল ইসলাম বলেন, শাকসু নির্বাচন স্থগিত করা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করার শামিল। শিক্ষাঙ্গনে ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অবিলম্বে শাকসু নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানা শিক্ষার্থীরা মেনে নেবে না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফার। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। প্রশাসনের দায়িত্ব এ অধিকার নিশ্চিত করা। শাকসু নির্বাচন বন্ধ রেখে কোনোভাবেই শিক্ষাঙ্গনে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডুয়েট বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি তাসনিম আলম এবং গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নুরুল ইসলাম।

বক্তারা বলেন, শাকসু নির্বাচন বন্ধ রেখে শিক্ষাঙ্গনে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হচ্ছে। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে গাজীপুর জেলা ও মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়