Apan Desh | আপন দেশ

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০১, ১২ জানুয়ারি ২০২৬

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ময়লার ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্র্যাব রাখার ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। এ অগ্নিকাণ্ডের সঙ্গে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের কোনো সংযোগ নেই।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই তারা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর থেকে কেন্দ্রের ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন ছড়িয়ে পরলে এর ভয়াবহতা মারাত্মক হতে পারে ভেবে উদ্বেগ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

উল্লেখ্য, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রটি ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে ইতিহাস ভোট ডাকাতির সঙ্গে জড়িতদের চেহারা সামনে আনতে হবে: প্রধান উপদেষ্টা নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে দেশবিরোধী শক্তি: মির্জা আব্বাস ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ: আসিফ নজরুল ফরিদপুরে ট্রেন-পিকআপে সংঘর্ষ, দুই ভাইসহ নিহত ৩ ‘নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ’ এলপি গ্যাস আমদানিতে ঋণ নিয়ে সুখবর চুয়াডাঙ্গায় টানা ২ সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন স্কুলছাত্রী হত্যার ঘটনায় হোটেলকর্মী গ্রেফতার বিক্ষোভে উত্তাল ইরান, নিহত বেড়ে ৫৪৩ নাটক জমিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা