ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ জন।
শনিবার (০৩রা জানুয়ারি ) যাচাই বাছাই শেষে এ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন যশোর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আশেক হাসান।
মনোনয়নপত্র বৈধ ৩ জন প্রার্থী হলেন, বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী ও এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান।
মনোনয়নপত্র বাতিল হয়েছে ২ জন প্রার্থীর। তারা হলেন জি এম হাসান ও শহিদুল ইসলাম।
মনোনয়নপত্র ফরমের ২০ ও ২১ নম্বর অংশ ফাঁকা থাকা, অঙ্গীকার নামায় স্বাক্ষর না থাকা ও জাতীয় পার্টির দলীয় মনোনয়ন না থাকায় জিএম হাসানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংকের ঋণ খেলাপি হওয়ায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী শহিদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































